ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইব্রাহীম খলিল (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১১জুন) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের সোনারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
ইব্রাহিম খলিলের চাচাতো ভাই বিল্লাল হোসেন বলেন, আমার ভাই গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরি করতেন। গত দুইদিন আগে তার বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন। আজ রোববার কক্সবাজার থেকে গাজীপুরে ফেরার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সোনারগাঁও এলাকা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
তিনি জানান, ইব্রাহিম খলিল ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চরসিরামপুর গ্রামের মো. তাজ উদ্দিনের সন্তান।তিনি গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটে থাকতেন। তারা দুই ভাই এক বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কাজী আল আমিন/এমআইএইচএস/জিকেএস