Bangal Press
ঢাকাSunday , 11 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

Link Copied!

জয়পুরহাটে হত্যা মামলায় হুমায়ুন নামের এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে।

রোববার (১১জুন) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম হুমায়ুন। তিনি পাঁচবিবি উপজেলার নাওডোবা গ্রামের আবুল হোসেনের ছেলে।

আরও পড়ুন: স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নৃপেন্দ্রনাথ জানান, ২০০০ সালের ১৪ জুন পাঁচবিবি উপজেলার নাওডোবা গ্রামের আইয়ুব আলীর ছেলে আবদুর রাজ্জাকের সঙ্গে একই গ্রামের নছির উদ্দিনের মেয়ে নাছিমা বেগমের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে বিরোধ তৈরি হয়। এ বিরোধের জেরে আবদুর রাজ্জাককে মারধর করে নছির উদ্দিন, হুমায়ুন আহম্মেদ, আবু বক্কর, সেকেন্দার। পরে আবদুর রাজ্জাককে মারধর করে এক পর্যায়ে পানি খেতে চাইলে হুমায়ুন পানির পরিবর্তে বিষাক্ত পানীয় খাওয়ায়। এতে রাজ্জাক অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা জরিনা বিবি বাদী হয়ে মামলা করেন।

আল মামুন/আরএইচ/জেআইএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।