২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। রুদ্ধশ্বাস টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে শিরোপা জিতলো মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। ওই শেষ।
এরপর কেটে গেছে প্রায় ১০ বছর। ভারত আইসিসির আর কোনো ট্রফিতে হাত ছোঁয়াতে পারেনি। না পেরেছেন বিরাট কোহলি, না রোহিত শর্মা।
আরও একবার শিরোপার খুব কাছে এসে স্বপ্ন ভাঙলো ভারতের। আজ (রোববার) ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানের বড় ব্যবধানে হেরেছে রোহিত শর্মার দল।
এ নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বপ্ন ভাঙলো ভারতীয়দের। সবমিলিয়ে ভারত গত ১০ বছরে আইসিসির স্বীকৃত কোনো টুর্নামেন্টে ফাইনালে উঠেছে চারবার। চারবারই শিরোপা ছাড়া ফিরতে হয়েছে তাদের।
গত ১০ বছরে আইসিসি টুর্নামেন্টে ভারত২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ: রানার্সআপ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ: সেমিফাইনাল২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনাল২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি: রানার্সআপ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ: সেমিফাইনাল২০১৯-২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ: রানার্সআপ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার-১২২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনাল২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ: রানার্সআপ।
এমএমআর/জেআইএম