রাজধানীর ডেমরা থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম মো. আলতাফ ওরফে টুকু আলী শেখ (৭০)। তিনি দীর্ঘ ২৩ বছর ধরে পলাতক ছিলেন।
রোববার (১১ জুন) এই তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, শনিবার (১০ জুন) রাতে ডেমরা থেকে মো. আলতাফ ওরফে টুকু আলী শেখকে গ্রেফতার করা হয়।
র্যাব অধিনায়ক জানান, আলতাফের বিরুদ্ধে ঝিনাইদহের শৈলকূপা থানায় ২০০১ সালে একটি হত্যা মামলা হয়। এরপর থেকেই তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন-যাপন করে আসছিলেন। সবশেষ মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২৩ সালের মে মাসে আলতাফকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র্যাব।
আরএসএম/জেডএইচ/জিকেএস
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।