রাজধানীর খিলগাঁও থানার পূর্ব গোড়ান এলাকায় স্বামীর ওপর অভিমান করে আয়েশা সিদ্দিকা কথা (২৩) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ জুন) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) মোছা. সোনিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে আমরা পূর্ব গোড়ান এলাকার একটি বাসা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, আমরা স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি, চার বছর হলো তাদের বিয়ে হয়েছে। পারিবারিক বিষয় নিয়ে রোববার স্বামীর সঙ্গে আয়েশা সিদ্দিকার কাটাকাটি হয়। এরপর তার স্বামী অফিসে চলে যান। পরে তিনি তার স্বামীকে বার বার ফোন দেন। কিন্তু ফোন রিসিভ না করায় স্বামীর ওপর অভিমান করে নিজ রুমে গিয়ে সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকায়। খিলগাঁওয়ের পূর্ব গোড়ান এলাকার একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন তারা। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্ত্রের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কেএজেডআইএ/ইএ/জিকেএস