কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপে থাকা দুই কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও পাঁচজন।
রোববার (১১ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণের জোরকানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) খেলায় অংশ নিতে পিকআপযোগে উপজেলা পরিষদ মাঠে যাচ্ছিল খেলোয়াড়সহ বেশ কয়েকজন। তবে তারা উল্টে পথে যাচ্ছিল। এসময় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির সঙ্গে ধাক্কা খায়। এতে উভয় গাড়ি পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা সাতজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. নিশাদ সুলতানা জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালের আনারপর দুজনের মৃত্যু হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস