Bangal Press
ঢাকাSunday , 11 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

নৌযান মেরামতের হিড়িক, টুংটাং শব্দে মুখরিত ডকইয়ার্ড

Link Copied!

পটুয়াখালীর সমুদ্র তীরবর্তী এলাকার ডকইয়ার্ডগুলোতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। সাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলায় জেলেরা এখন তাদের নৌযানের প্রয়োজনীয় মেরামতের কাজ সেরে নিচ্ছেন। ডকইয়ার্ডগুলোতে এখন ট্রলার ও নৌকার দীর্ঘ সারি। তবে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায়বিগত বছরের তুলনায় ট্রলার ও নৌকা মেরামতের খরচ বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

গত ২০ মে থেকে শুরু হয়েছে সাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা, যা আগামী ২৩ জুলাই পর্যন্ত চলবে। এ কারণে উপকূলীয় এলাকার সমুদ্রগামী জেলেরা এখন অলস সময় পার করছেন। অবসরের এ সময়ে জেলেরা তাদের নৌকা ও ট্রলারের বডি ও ইঞ্জিনের মেরামতের কাজগুলো সেরে নিচ্ছেন।

জেলার মহিপুর, আলীপুর, রাঙ্গাবালী, চরমন্তাজ থেকে শুরু করে মৎস্য বন্দর সংলগ্ন ডকইয়ার্ডগুলোতে এমন চিত্র দেখা গেছে।

আরও পড়ুন: সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু, তীরে ফিরেছেন জেলেরা-

গলাচিপা উপজেলার পানপট্টি এলাকার জেলে ইদ্রিস ফকির বলেন, ‘নিষেধাজ্ঞার এ সময় নৌকার কাজ করিয়ে রাখলে মাছ ধরার সিজনে নিরিবিলি মাছ ধরা যায়। তবে হাতে টাকা না থাকায় ধারদেনা করেই নৌযান মেরামতের কাজ করাচ্ছেন।’

রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নে ডকইয়ার্ড মিস্ত্রি হাসনাইন জানান, এখন তাদের রাতদিন ব্যস্ততা। অনেকেই নৌকার বড় কাজগুলো করিয়ে নিচ্ছেন। একটি নৌকার যাবতীয় কাজ শেষ করতে সাতদিন সময় লাগে বলেও জানান তিনি।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় নৌযান মেরামতের খরচও বেড়েছে। প্রতিটি নৌযান মেরামত করতে আকারভেদে ৪০-৫০ হাজার টাকা খরচ হচ্ছে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞার এসময় জেলেরা মাছ শিকার বন্ধ রাখায় সরকারের পক্ষ থেকে তাদের ৮৬ কেজি করে চাল দেওয়া হচ্ছে। জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্যও কাজ করে যাচ্ছে সরকার।

তিনি বলেন, জেলেরা অলস বসে না থেকে তাদের জাল-নৌকা মেরামতের যে কাজ করছে এটি তাদের জন্যই ভালো। নিষেধাজ্ঞা শেষ হলে জেলেরা আবারও মাছ শিকার করতে পারবেন।

এসআর/জিকেএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।