Bangal Press
ঢাকাSunday , 11 June 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষায় ফেল মারলে ইসিকে চরম খেসারত দিতে হবে

Link Copied!

বরিশাল এবং খুলনা সিটি নির্বাচন সুষ্ঠু করতে না পারলে এটা নির্বাচন কমিশনের (ইসি) জন্য সুখকর হবে না বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসিকে সতর্ক করে দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, নির্বাচন কমিশনের জন্য আগামীকালের দুই সিটির নির্বাচন অগ্নিপরীক্ষা। এ পরীক্ষায় ফেল মারলে কমিশনকে চরম খেসারত দিতে হবে।

রোববার (১১ জুন) সন্ধ্যায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি। এসময় দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জাতীয় সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলনের মহাসচিব অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের কর্মীরা উভয় সিটিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। একই সঙ্গে বহিরাগতদের দিয়ে সিটিতে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা চলছে।

এসময় তিনি বরিশাল এবং খুলনা সিটি নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে উভয় শহরকে বহিরাগতমুক্ত করার আহ্বান জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশন সিটি নির্বাচনকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত এবং সুষ্ঠুভাবে করতে ব্যর্থ হলে তা সুখকর হবে না।

এসএম/জেডএইচ/জিকেএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।