Bangal Press
ঢাকাSunday , 11 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

চান্দগাঁওয়ে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, যুবকের যাবজ্জীবন

Link Copied!

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় মোহাম্মদ আয়াছ (২৬) নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১১ জুন) চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নারগিস আক্তার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আয়াছ কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নতুন বাহারছড়া এলাকার মো. আবুল কালামের ছেলে। একই রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায়ের বিষয় উল্লেখ করে আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৪ মে নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার যমুনা স্কয়ার কমিউনিটি সেন্টারের সামনে ২৪ হাজার ইয়াবাসহ মোহাম্মদ আয়াছকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই ঘটনার দায়ের হওয়া মামলায় তদন্ত শেষে একই বছরের ২৮ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

২০২২ সালের ৬ মার্চ মোহাম্মদ আয়াছের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। বিচারকালে আদালত ছয়জন সাক্ষীর সাক্ষ্য নেন।

ইকবাল হোসেন/এমআরএম/জিকেএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।