Bangal Press
ঢাকাSunday , 11 June 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

কম্বোডিয়ায় জামালদের প্রস্তুতি ম্যাচ সোমবার

Link Copied!

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় ফুটবল দল ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এখন কম্বোডিয়ায়। গতকাল (শুক্রবার) দুপুরে ২১ ফুটবলার নিয়ে নমপেন গেছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দুই ফুটবল বিশ্বনাথ ঘোষ ও ইসা ফয়সাল ভারতীয় ভিসা না পাওয়ায় দলের সঙ্গে যাওয়া হয়নি তাদের। রোববারও তারা পাসপোর্ট হাতে পাননি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার রাতে ক্যাম্পাসনিউজকে জানিয়েছেন, ‘আশা করি সোমবার দুইজনের পাসপোর্ট পেয়ে যাবো। পেলে তারা সোমবার রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে কম্বোডিয়া যাবেন।’

কম্বোডিয়ায় বাংলাদেশের ফিফা ফ্রেন্ডলি ম্যাচ ১৫ জুন স্বাগতিকদের বিপক্ষে। তার আগে বাফুফে দলের জন্য স্থানীয় একটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করেছেন। কম্বোডিয়ার প্রিমিয়ার লিগের ক্লাব টিফি এফসির বিপক্ষে সে ম্যাচটি আগামীকাল (সোমবার)। বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ কম্বোডিয়া যাওয়ার পর রোববার জাতীয় ফুটবল দল দুপুরে টিম হোটেলে জিম সেশন সম্পন্ন করে। বিকেলে ফুটবল দল কম্বোডিয়ার রাজধানী নমপেনর আর্মি স্টেডিয়ামে অনুশীলন করে।

অনুশীলনের পর কম্বোডিয়া থেকে ভিডিও বার্তায় জাতীয় দলের কোচ ক্যাবরেরা বলেন, ‘আমরা গকতাল কম্বোডিয়া পৌঁছেছি। এখন পর্যন্ত সব কিছুই ইতিবাচক রয়েছে। দল পর্যাপ্ত বিশ্রামের সময় পেয়েছে। আজকে সকালে আমরা রিকভারি সেশন করেছি । বিকেলে অনুশীলন করেছি। দল ভালো করছে। আমরা টেকটিক্যাল দিকটায় আজ বেশি জোর দিয়েছি। এছাড়াও সেট পিসের অনুশীলন করেছি। আমরা আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত।’

কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে ক্যাবরেরা বলেন, ‘কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচের জন্য আত্মবিশ্বাসী। এটা সাফের ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে। তবে এ ম্যাচটা সহজ হবে না। তারা শক্ত প্রতিপক্ষ। তবে আমি বিশ্বাস করি আমরা তাদের বিপক্ষে তিন পয়েন্ট অর্জন করতে পারবো।’

‘আমরা জাতীয় দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে চেয়েছিলাম। তবে তা হয়নি। তবে সোমবারের ম্যাচটা আমাদের প্রস্তুতিতে সহায়ক হবে। তারা কম্বোডিয়ার প্রিমিয়ার লিগের শক্তিশালী দল। তাদের দলের জাতীয় দলের বেশ কিছু ফুটবলার রয়েছেন। বিদেশি ফুটবলার রয়েছেন। সাফের আগে এই ম্যাচও আমাদের অনেক সহায়তা করবে’-যোগ করেন জাতীয় ফুটবল কোচ।

আরআই/এমএমআর/জিকেএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।