ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে নেমে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তারা বিদেশিদের কাছে দৌঁড়ে মনে করছেন বিদেশিরাই তাদের ক্ষমতায় বসিয়ে দিবেন।
রোববার (১১ জুন) দুপুরে ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: আমু
নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নের মহাসড়ক করে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে।
লালমোহন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ও উপজেলার শিক্ষা কর্মকর্তা মো. আক্তারুজ্জামান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ১৯৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস