Bangal Press
ঢাকাSunday , 11 June 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ছুরিকাঘাতে যুবক খুন

Link Copied!

কক্সবাজারের টেকনাফে তুচ্ছ ঘটনার জের ধরে ছুরিকাঘাতে রবিউল হাসান (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১১ জুন) ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এর আগে শনিবার (১০ জুন) সন্ধ্যায় টেকনাফ সদরের মৌলভী পাড়ায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত রবিউল হাসান টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভী পাড়ার আবদুল করিমের ছেলে।

নিহতের ভাই মো. আবদুল্লাহ জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে প্রজেক্টের (চিংড়ি ঘেরের) টাকার লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার নুরুল হকের ছেলে সাইফুলের (২২) সঙ্গে রবিউলের বাগবিতণ্ডা হয়। এরপর যে যার বাড়ি চলে যান। পরে এলাকার একরাম মার্কেটের সামনে ওষুধ নিতে গেলে রবিউলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সাইফুল।

স্থানীয়রা রবিউল হাসানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে মারা যান রবিউল।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ছুরিকাঘাতে আহত যুবককে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন বলে জেনেছি। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ আসেনি। তবে হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।