Bangal Press
ঢাকাMonday , 12 June 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

এবার ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রে গাউসুল আলম শাওন

Link Copied!

এবার ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন দেশের গুণী অভিনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব গাউসুল আলম শাওন। সিনেমাটি পরিচালনা করবেন কামরুল ইসলাম রিফাত।

আরও পড়ুন: সেরা পরিচালক পুরস্কারের জন্য মনোনীত হলেন অমি

১০ জুন রাজধানীর একটি রেস্তোরাঁয় এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক রবিন শামস।

আরও পড়ুন: ‘মা’ দেখতে সিলেটে পরীমণি

সাইকোলজিক্যাল থ্রিলার জনরার এ চলচ্চিত্রের একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন গাউসুল আলম শাওন।

পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজক হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মিডিয়া পোস্টের ব্যানারে নির্মিত হতে যাওয়া চলচ্চিত্রটির কাহিনি লিখেছেন হুমায়ুন কবির বিশ্বাস। সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন গুণী চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু।

আরও পড়ুন: চলচ্চিত্র পরিচালক বাদল রহমান স্মরণে বিশেষ আয়োজন

‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করবেন আফজাল হোসেন। এছাড়াও অনেক মেধাবী ও গুণী অভিনয়শিল্পী এরই মধ্যে সাথে সম্পৃক্ত হয়েছেন। খুব শিগগির চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।

এমআই/এমএমএফ/জিকেএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।