Bangal Press
ঢাকাMonday , 12 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে দুই মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড

Link Copied!

চট্টগ্রামে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় দুই মাদক কারবারিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১২ জুন) চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি থানাধীন পাঞ্জারাম পাড়া এলাকার আবদুস সালাম ওরফে আবদুস সোবহানের ছেলে মো. আলমগীর ওরফে মৌলভী আলম এবং কক্সবাজার জেলার সদর থানাধীন টেকপাড়া গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে মো. আইয়ুব আলী।

রায়ে আদালত এ দুই আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী সেকান্দর আলী ক্যাম্পাসনিউজকে বলেন, রায় ঘোষণার সময় আসামি আলমগীর আদালতে উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামি আইয়ুব জামিনে পলাতক। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৫ অক্টোবর নগরীর চকবাজার থানাধীন মেহেদীবাগস্থ আমিরবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে একটি ফ্ল্যাট থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ আলমগীর ও আইয়ুবকে গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ ঘটনার মামলায় তদন্ত শেষে ২০১৬ সালের ৭ জানুয়ারি আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

ইকবাল হোসেন/এমকেআর

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।