Bangal Press
ঢাকাThursday , 15 June 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

গ্রীণ আর্কিটেক্টের উদ্যোগে শিশুদের মাঝে আম বিতরণ

Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল পরিচালিত গ্রীণ আর্কিটেক্ট এর উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে মৌসুমী ফল আম বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জুন) কুষ্টিয়া জেলার হটশ হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আম বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

কোমলমতি শিশুরা ফল পেয়ে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন। এসময় গ্রীণ আর্কিটেক্টের প্রতিনিধিরা তাদের ফল খাইয়ে দেয়। শিশুদের আনন্দ উল্লাস প্রফুল্লে মুখর হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। 

বিতরণ অনুষ্ঠানে গ্রীণ আর্কিটেক্টের পরিচালক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, হটশ হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা খন্দকার, গ্রীণ আর্কিটেক্টের প্রতিনিধিরা ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

হটশ হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা খন্দকার বলেন, ব্যতিক্রমী এমন একটি উদ্যোগের জন্য বাচ্চারা আজ আম পেলো। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

এ বিষয়ে গ্রীণ আর্কিটেক্টের পরিচালক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল বলেন, আমরা প্রাথমিক অবস্থায় ৪০টি স্কুল বাছাই করে আমাদের ব্যতিক্রমী আম বিতরণ উৎসব শুরু করেছি। আজ ৩০০ শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ২ টি করে আম দেওয়া হয়েছে। কোমলমতি শিশুদের সাথে মিশে ভালালাগা কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।