দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বিজয়নগর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদে’র ২০২৩-২৪ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৯ জুন) এক সাধারণ সভায় কামাল হোসেনকে সভাপতি ও মো. শিপন মিয়াকে সাধারণ সম্পাদক করে সংগঠনের উপদেষ্টারা এ কমিটির অনুমোদন দেন।
সভাপতি কামাল হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মো. শিপন মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সাধারণ সম্পাদক শিপন বলেন, যারা আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন তাদের প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিজয়নগর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের মাধ্যমে দেশের সকল শিক্ষার্থী যেন সহায়তায় নিতে পারে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো।
সভাপতি কামাল হোসেন বলেন, এই সংগঠনকে গতিশীল রাখতে এবং ভালো কিছু করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থেকে কাজ করে যাব।