জাকির হোসেন: যশোরের শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মইনুল হক এর সহধর্মিণী জাহানারা খাতুন (৩৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
গতকাল ভোর ৬ টার দিকে উপজেলার ডিহি ইউনিয়নের তেবাড়িয়া (উত্তরপাড়া) গ্রামের নিজ বাড়িতে স্টোক জনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুমা জাহানারা খাতুন মৃত্যুকালে স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মইনুল হক জানান, শুক্রবার তার স্ত্রী ফজরের নামাজ আদায় করার পর সকালে গ্রামের রাস্তায় হাটতে বের হন। হাটা শেষে বাসাই আসার পর বুকে প্রচন্ত ব্যথা অনুভব করেন। তিনি সাথে সাথে স্থানীয় এক গ্রাম্য ডাক্তারকে বাসাই ডাকেন। ডাক্তার আসার আগেই স্টোক করে তিনি মারা যান। এদিন জুম্মা বাদ জানাজা নামাজ শেষে বেদনাবিধুর পরিবেশে মরহুমাকে গ্রাম্য কবর স্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
এ সময় ডিহি ইউনিয়নের জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সূধিজন উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মইনুল হকের সহধর্মিণীর অকাল মৃত্যুতে সংগঠনটির উপজেলা শাখার সভাপতি অহেদুজ্জামান অহেদ ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।