ডেস্ক রিপোর্টঃ
মহৎ মানুষদের মৃত্যু হয়না তাঁরা কাজের মাধ্যমে বেঁচে থাকেন মানুষের হৃদয়ে। ধর্মীয় ও সামাজিক কাজের মাধ্যমে যে কীর্তি তাঁরা রেখে যান মানুষ সেই সব মানুষদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরন করেন। সৃষ্টির কল্যানে কাজের মাধ্যমে মানব জনম স্বার্থকতা পায় ।স্বার্থক জনমের অধিকারী ছিলেন মনির উদ্দিন চৌধুরী, বুধবার ১২ জুলাই
সিলেট মহানগরর বৃহত্তর বালুচর এলাকার আরামবাগ আকবরী জামে মসজিদের সাবেক তিনবারের মসজিদ কমিটির সদস্য বিশিষ্ট ব্যক্তিত্ব সমাজসেবক দানশীল আরামবাগ নিবাসী মনির উদ্দিন চৌধুরী স্মরন সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।সাবেক ছাত্রলীগের সভাপতি
নগরীর ৩৬ নং ওয়ার্ডের সদ্য নির্বাচিত কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুর আয়োজনে স্মরণ সভায় প্রবীণ মুরুব্বী গোলাম মাওলার সভাপতিত্বে। বিশিষ্ট সাংবাদিক দি ডেইলি ট্রাইবুনাল পত্রিকার ব্যুরো চীফ আ ম ন জামান চৌধুরীর পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আকবরী জামে মসজিদের বিশিষ্ট আলেমেদ্বীন ইমাম ও খতিব হযরত হাফিজ মাওলানা শিব্বির আহমদ, ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু সাবেক ব্যাংকার প্রবীণ বিশিষ্ট মুরব্বী শফি আহমদ সুফি, প্রয়াত মনির উদ্দিন চৌধুরীর ছোট ভাই সিরাজুল ইসলাম চৌধুরী, মরহুমের ভাতিজা ও জামাতা বিশিষ্ট চার্টার্ড একাউন্টেন্ট ব্যবসায়ী ড. সানোয়ার চৌধুরী বিশিষ্ট মুরুব্বী ইসাক মিয়া প্রয়াতের ছোট ছেলে আল আমীন চৌধুরী, সিলেট বারের সাবেক সাধারণ সম্পাদক এড.হোসাইন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এড. ফজলুল হক সেলিম মাওলানা সফিকুর রহমান, সাবেক ছাত্রলীগ কর্মী বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া, ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি আশিকুর রহমান আশিক,সৈয়দ মাসুদ আহমদ, বালুচর নিবাসী শামীম আহমদ , এনাম খান, শাহীন আহমদ, সৈয়দ বুরহান উদ্দিন, মোঃ বাবলু , শমসের আলী শম্ভু সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য সুহিন আহমদ চৌধুরী, তামিম আহমদ স্বাধীন, কামাল আহমদ প্রমূখ। সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।