Bangal Press
ঢাকাSunday , 16 July 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ইবির নতুন প্রধান প্রকৌশলী শরীফ উদ্দীন

Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল অফিসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশল অফিসের বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ. কে. এম শরীফ উদ্দীন। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে এই পদে নিয়োগ দিয়েছেন।

শনিবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা যায়।

এতে বলা হয়, প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) এ. কে. এম শরীফ উদ্দীনকে ১৫ জুলাই থেকে প্রকৌশল অফিসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনে তাকে নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ. কে. এম শরীফ উদ্দীন বলেন, ‘এটা আসলে অনেক বড় দায়িত্ব। আমি বিশ্ববিদ্যালয়ের সকল দফতরের সবাইকে যার যার অবস্থান থেকে সহযোগিতা কামনা করছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।