জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে গরীব-দুস্থদের মাঝে খাবার বিতরণ ও গণভোজের আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসিসিতে) সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে এই বিতরণ কর্মসূচি পরিচালনা করে সংগঠনটি।
খাবার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান প্রমুখ।
এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতি মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ, শোক-র্যালি, কালো ব্যাজধারণ ও প্রশাসনিক ভবনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ’সহ দিনব্যাপী অংশ নেয় সংগঠনটির নেতাকর্মীরা।
দিবসটি উপলক্ষে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ বলেন, ১৫ আগস্ট বাঙালীর চিরতম দুঃখের দিন। আগস্টের শোককে শক্তিতে রুপান্তরিত করে আমরা দেশরত্ন শেখ হাসিনার চলার পথ কে মসৃন করাকেই ব্রত হিসাবে নিয়েছি।