Bangal Press
ঢাকাTuesday , 15 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

শোক দিবসে প্রবীণদের মাঝে ইবি বঙ্গবন্ধু পরিষদের খাবার বিতরণ

Link Copied!

প্রবীণদের সাথে নিয়ে ব্যতিক্রমী ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের নেতৃবৃন্দ উদয় মা ও শিশু পূর্নবাসন কেন্দ্রের অর্ধশতাধিক প্রবীণদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন। এসময় তারা বঙ্গবন্ধুর বাল্যকাল ও তাঁর জীবনাদর্শ নিয়ে বিভিন্ন গল্প করেন।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিনা নাসরিন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনিছুর রহমান, অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মাসুদ, সদস্য কে এম শরফুদ্দিন, ড. ফারুকী প্রমুখ।

এ বিষয়ে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, আমরা সব সময় গতানুগতিকের বাইরে এসে কিছু করার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় দুস্থ ও বয়স্কদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এরআগে গতকাল রাতে কুষ্টিয়ার সাদ্দাম বাজার মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিষয়ে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না। তাই শোকাবহ আগস্টের এই দিনে আমরা অর্ধশতাধিক প্রবীণদের মাঝে খাবার বিতরণ করেছি। প্রবীণদের যে আমরা ভুলিনি। সমাজে তাদের যে একটা মূল্যায়ন আছে সেখান থেকেই আজকের আয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।