Bangal Press
ঢাকাFriday , 25 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে টয়লেটের ব্রাশ উপহার দিলেন স্বামী!

Link Copied!

বিবাহবার্ষিকী সংসারের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিবাহিত নারী-পুরুষদের কাছে প্রতিবছর বেশ কয়েকটি বিশেষ দিনের মধ্যে এই দিনটি অন্যতম। ওই দিন স্বামীর কাছে বিশেষ আবদার করতে দেখা যায় অনেককে। এ ছাড়া অনেক স্বামী আছেন, যারা এমন দিনে স্ত্রীকে চমৎকার উপহার দেন। এতে দুজনের মধ্যকার বন্ধন আরও মজবুত হয়।
কিন্তু যুক্তরাজ্যে এক দম্পতির বিবাহবার্ষিকীতে ঘটেছে অদ্ভুত ঘটনা। সামাজিক মাধ্যমে সেখানকার এক নারী জানান, ২০তম বিবাহবার্ষিকীর সময় তাঁকে একটি টয়লেট পরিষ্কারের ব্রাশ উপহার দেন তাঁর স্বামী। তবে সেটি দেখে তিনি মোটেও রেগে যাননি। ব্রাশ উপহার পাওয়ার পর ওই নারী তাঁর স্বামীকে জিজ্ঞাসা করেন, এ উপহারের কারণ কী? 
উত্তরে স্বামী জানান, বেশ কিছুদিন আগে তাঁর কাছে ব্রাশ চেয়েছিলেন ওই নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর বলছে, বিবাহবার্ষিকীতে এমন আরও অনেক অদ্ভুত উপহার পাওয়ার কথা কমেন্ট করে জানিয়েছেন কেউ কেউ। এর মধ্যে একজন বলেন, তাঁর বয়ফ্রেন্ড তাঁকে একটি কাগজ ধরিয়ে দেন। তাতে লেখা, বিড়াল মারার ১০১ টি উপায়।



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।