বিবাহবার্ষিকী সংসারের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিবাহিত নারী-পুরুষদের কাছে প্রতিবছর বেশ কয়েকটি বিশেষ দিনের মধ্যে এই দিনটি অন্যতম। ওই দিন স্বামীর কাছে বিশেষ আবদার করতে দেখা যায় অনেককে। এ ছাড়া অনেক স্বামী আছেন, যারা এমন দিনে স্ত্রীকে চমৎকার উপহার দেন। এতে দুজনের মধ্যকার বন্ধন আরও মজবুত হয়।
কিন্তু যুক্তরাজ্যে এক দম্পতির বিবাহবার্ষিকীতে ঘটেছে অদ্ভুত ঘটনা। সামাজিক মাধ্যমে সেখানকার এক নারী জানান, ২০তম বিবাহবার্ষিকীর সময় তাঁকে একটি টয়লেট পরিষ্কারের ব্রাশ উপহার দেন তাঁর স্বামী। তবে সেটি দেখে তিনি মোটেও রেগে যাননি। ব্রাশ উপহার পাওয়ার পর ওই নারী তাঁর স্বামীকে জিজ্ঞাসা করেন, এ উপহারের কারণ কী?
উত্তরে স্বামী জানান, বেশ কিছুদিন আগে তাঁর কাছে ব্রাশ চেয়েছিলেন ওই নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর বলছে, বিবাহবার্ষিকীতে এমন আরও অনেক অদ্ভুত উপহার পাওয়ার কথা কমেন্ট করে জানিয়েছেন কেউ কেউ। এর মধ্যে একজন বলেন, তাঁর বয়ফ্রেন্ড তাঁকে একটি কাগজ ধরিয়ে দেন। তাতে লেখা, বিড়াল মারার ১০১ টি উপায়।
আশরাফুল/সা.এ.