Bangal Press
ঢাকাSaturday , 26 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

‘বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আ.লীগকে নিশ্চিহ্ন করবে’

Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে এক রাতের মধ্যে আওয়ামী লীগকে নিঃশেষ করবে। শনিবার (২৬ আগস্ট) রাজধানীর দারুস সালামে শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
কাদের বলেন, ‘তারা বলে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের লোকজনের কোন ক্ষতি হবে না। আসল কথা ক্ষমতায় আসলে একরাতেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে বিএনপি।’ শোক দিবস উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার মতো শেখ হাসিনার বিকল্প কেউ আছে কিনা প্রশ্ন তুলে কাদের বলেন, ‘সব দলের কাছে জানতে চাই শেখ হাসিনার চেয়ে জনপ্রিয় কোনো যোগ্য নেতা আছে কি বাংলাদেশে? বিএনপি কাকে নেতা বানাবে? চেয়ারম্যান দণ্ডিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ডিত পলাতক।
‘বিএনপির নেতৃত্ব কে দিচ্ছে কেউ জানে না। বিএনপির নেতৃত্ব দিচ্ছে হাওয়া,’ যোগ করেন কাদের। সভায় যুবলীগের প্রেসিডেন্ট শেখ ফজলে শামস পরশ বলেন, ‘জিয়াউর রহমানই ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড।’ আবারও জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি করে এই হত্যাকাণ্ড তদন্তে জাতীয় কমিশন গঠনের দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, তারেক জিয়ার মত কাপুরুষ নেতার কারনে বিএনপি ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হতে যাচ্ছে। তারেক জিয়াকে কান ধরে দেশে এনে বিচার করতে হবে।’



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।