Bangal Press
ঢাকাSunday , 27 August 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বাড়ির সামনে বিক্ষোভ দেখে পুলিশ ডাকলেন শাহরুখ

Link Copied!

বলিউড বাদশা শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ি মান্নাতে মাঝে মধ্যেই ভিড় জমান তার ভক্তরা। অধীর আগ্রহে অপেক্ষা করেন তাদের প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য। তবে এবার ভিন্ন কারণে শাহরুখের বাড়ির সামনে ভিড় জমান একটি সংগঠনের সদস্যরা। শুধু তাই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ডাকতে হয়েছে এই তারকাকে।
শনিবার (২৬ আগস্ট) শাহরুখের বাড়ি মান্নাতের সামনে বিক্ষোভ করেছে অনটাচ ইউথ ফাউন্ডেশনের সংগঠনের সদস্যরা। মূলত অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা প্ল্যাকার্ড হাতে জড়ো হন শাহরুখের বাড়ির বাইরে।
যদিও ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে অভিনেতা ও তার পরিবারের নিরাপত্তার স্বার্থে এ দিন দুপুরেই শাহরুখের বাড়ির সামনে মুম্বাই পুলিশের প্রহরা বসানো হয়। কারণ এ দিন মান্নাতের সামনে বেশ কয়েকজনকে প্রতিবাদ করতে দেখা যায়।
একটি বিবৃতি দিয়ে বিক্ষোভকারীরা বলেন, খ্যাতিমান সব তারকারা অনলাইন গেমিং অ্যাপের হয়ে প্রচার করছেন যা যুব সমাজকে বিভ্রান্ত করছে ও সমাজকে ভুল পথে চালিত করছে। এ কারণেই এই সংস্থা অভিনেতার বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করছে তারা।
প্রসঙ্গত, বর্তমানে শাহরুখ এ২৩ গেমিং অ্যাপের মডেল। বিভিন্ন জায়গায় এই গেমের হয়ে প্রচারণাতেও দেখা গেছে তাকে। সেই কারণেই এই বিক্ষোভ প্রদর্শন তাদের। সূত্র: আনন্দবাজারসালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।