রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। বিমানটিতে ১০ জনই ছিলেন। রাশিয়া যে ১০ জন নিহতের তালিকা দিয়েছে তাতে ইয়েভগিনি প্রিগোজিনের নাম রয়েছে।
তবে এখনো এই ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় নি। এছাড়া রাশিয়ার সাময়িক বাহিনী এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেন নি।
উল্লেখ্য, গত জুনে রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থান পরিচালনা করেন গ্রিগোঝিন। সে সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রিগোঝিনের দীর্ঘ আস্থার সম্পর্কের চরম অবনতি ঘটে। পরবর্তীতে অবশ্য অস্ত্রবিরতি ঘোষণা করেন প্রিগোঝিন।
বাঁধন/সিইচা/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।