জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্নকারী রংপুর বিভাগের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে রংপুর ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। শুক্রবার (২৫ আগস্ট) সংগঠনটির সভাপতি নাজমুল প্রামানিক এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর বিভাগের যে সকল শিক্ষার্থী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ৩.৫০ বা তদুর্ধ্ব সিজিপিএ নিয়ে স্নাতক সম্পন্ন করেছেন তারা এই সংবর্ধনার আওতায় পড়বেন৷
আগ্রহী কৃতি শিক্ষার্থীদের আগামী ৩১ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে নাম(বাংলায় ও ইংরেজিতে),বিভাগ, চুড়ান্ত ট্রান্সক্রিপ্টের ফটোকপি এবং মোবাইল নাম্বারসহ আবেদন করতে বলা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।