Bangal Press
ঢাকাThursday , 29 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

জামা-কাপড়ে লাগা রক্তের দাগ উঠানোর সহজ ৫ উপায়

Link Copied!

আল্লাহ তা’আলার সন্তুষ্টি লাভের আশায় ঈদুল আজহায় পশু কুরবানি দিয়ে থাকেন মুসলমানরা। পশু কুরবানি দেয়ার সময় জবাই থেকে মাংস কাটা এবং ভাগ বাটোয়ারা করতে গিয়ে জামা-কাপড়ে রক্তের দাগ লেগে যায়। এই দাগ কেমিক্যাল কিংবা লন্ড্রির দোকানে দেয়ার পরও অনেক সময় উঠানো যায় না। তবে কিছু ঘরোয়া উপায় রয়েছে, যা অনুসরণ করলে সহজেই দাগ তোলা যায়। এবার তাহলে জামা-কাপড় থেকে রক্তের দাগ উঠানোর সহজ উপায় জেনে নেয়া যাক।
ভিনেগার: জামা-কাপড়ে রক্তের দাগ শুকিয়ে যাওয়ার আগেই ধুয়ে ফেলা ভালো। এ জন্য প্রথমেই একটি পাত্রে কাপড়টি রেখে তার ওপরে সাদা ভিনেগার দিয়ে দিন। তবে পানির সঙ্গে মেশাবেন না। তারপর ১৫-২০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। দাগ যদি রয়ে গেছে বলে মনে হয় তাহলে ভিনেগার দিয়ে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ভিনেগারে থাকা এসিড কাপড়ের দাগ তুলে ফেলবে।
কোকাকোলা: কোনো কারণে যদি ভিনেগার সংগ্রহ করতে সময় বেশি লাগে তাহলে দোকান থেকে একটি কোকোকোলা বা পেপসি কিনে তা দিয়ে ধুয়ে ফেলুন। ভালো হয় কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারলে। পরে পানি দিয়ে ধুয়ে নিন। দেখবেন দাগ উঠে গেছে।
কর্নফ্লাওয়ার: কর্ন স্টার্চ বা কর্নফ্লওয়ারের সঙ্গে সামান্য একটু পানি মিশিয়ে পেস্ট করে নিন। এবার কাপড়ে দাগ লাগা অংশে সেই পেস্ট লাগিয়ে নিন। এখন ওই কাপড়কে রোদে দিন। পেস্ট শুকিয়ে এলে ব্রাশ দিয়ে ঝেড়ে দিলে দেখবেন কর্নফ্লাওয়ারের গুঁড়ার সঙ্গে দাগও উঠে গেছে।
ট্যালকম পাউডার: গরমে প্রায় সবার বাড়িতে ট্যালকম পাউডার দেখা যায়। এটিও কর্নফ্লাওয়ারের মতো কাজ করে। জামা-কাপড়ে রক্ত লাগা স্থানে একইভাবে ব্যবহার করুন। কার্যকরীতা নিজেই দেখতে পাবেন।
লবণ পানি: ঠান্ডা পানির সঙ্গে অল্প একটু লবণ মিশিয়ে তাতে দাগ লাগা কাপড়টি কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ঘণ্টা দুই পর সাধারণ ডিটারজেন্ট দিয়ে কাপড়টি ধুয়ে নিন। দেখবেন দাগ উঠে গেছে।



এমআর/বা.স.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।