ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আট কেজি স্বর্ণসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন এয়ারক্রাফট মেকানিককে আটক করে এপিবিএন। সোমবার (২১ আগস্ট) এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৬৮টি স্বর্ণেরবারসহ বিমানের এক এয়ারক্রাফট মেকানিককে আটক করেছে এপিবিএন। জব্দ হওয়া স্বর্ণের বারগুলোর ওজন প্রায় ৭ কেজি ৮৮৮ গ্রাম।
এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।
শাকিল/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।