Bangal Press
ঢাকাFriday , 25 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া কাপে বাংলাদেশ অনেক দুর্বল দল!

Link Copied!

এশিয়া কাপের এবারের আসর মাঠে গড়াবে চলতি মাসের ৩০ তারিখে। ভারতে ওয়ানডে বিশ্বকাপের আগে মহাদেশীয় এই টুর্নামেন্ট ঘিরে পরিকল্পনামাফিক বেশ কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে সাবেক টাইগার পেসার তাপস বৈশ্য মনে করেন, এবার এশিয়া কাপে অন্যান্য দলের তুলনায় বাংলাদেশ দল অনেক দুর্বল!  
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় তাপস বলেন, ‘এশিয়া কাপ নিয়ে আমরা কি ভাবছি? আমাদের কি মনে হচ্ছে এশিয়া কাপে গিয়ে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হয়ে যাবে? আমাদের দল অন্যান্য দলের তুলনায় চিন্তা করে দেখি তাহলে বাংলাদেশ দল অনেক দুর্বল।
‘আমি যখন কথা বলি, তখন আমার জায়গা থেকে বাস্তবতা বলার চেষ্টা করি। মানুষ হিসেবে অবশ্যই আমি ইতিবাচক কথা বলব। কিন্তু ইতিবাচক কথাটা অবাস্তব বললে তো হবে না। আমি যদি এখন চিন্তা করি পাখি হয়ে উড়াল দিয়ে দেব। এটা ইতিবাচক কিন্তু আমি পাখির মতো উড়াল দিয়ে তো যেতে পারব না। ওই ধরনের ইতিবাচক কথা বলে তো লাভ নেই’- যোগ করেন তিনি।
তাপস আরও বলেন, ‘একটা ম্যাচে তিন ওভারে ৪০ রান দরকার। উইকেট পাঁচটা পড়ে গেছে। ওয়ান টু মুশফিক আউট… তিন ওভারে ৪০ কে করবে? আমাদের ওই শক্তিই নাই। এশিয়া কাপ ৫০ ওভারের খেলা। এই ফরম্যাটটায় আমরা ভালো খেলি। কিন্তু আমরা বেশি ভালো খেলি মিরপুরে, এটাই সমস্যা।’
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের স্পিনিং উইকেটে খেলে অভ্যস্ত বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এই মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে নাকানি-চুবানি খাইয়েছে টাইগাররা। এমন উইকেটে খেলাকেই সমস্যা হিসেবে দেখছেন সাবেক এই ডানহাতি পেসার।
তার ভাষায়, ‘মিরপুরে আমরা এত ভালো খেলি। এখানকার ক্রিকেট আমরা অন্য কোথাও খেলতে পারি না। মিরপুরে আপনি কখনও দেখবেন না আমরা ৩৩০-৩৪০ করে ফেলেছি বা প্রতিপক্ষ ৩২০ করে ফেলেছে সেটি আমরা তাড়া করেছি। কিন্তু শ্রীলঙ্কায় রান হবে। সেখানে ৩০০, ৩৫০ রান হবে। কারণ, খেলাটা এত গরম, ড্রাই অবস্থায় হবে বোলারদের জন্য কিছুই থাকবে না।’



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।