Bangal Press
ঢাকাThursday , 24 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

হলের রুমে ঢুকে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর

Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের এক শিক্ষার্থীকে রুমে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে। 
তিলেশ্বর রায় নামের ওই ভুক্তভোগী সঙ্গীত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার(২৩ আগস্ট) রাত সাড়ে দশটায় বঙ্গবন্ধু হলের ৪১৭ নাম্বার কক্ষে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী নিজ বিভাগের ৫ জন সিনিয়রের নাম উল্লেখ করে বিভাগীয় প্রধান বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযুক্তরা হলেন  সঙ্গীত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে আলামিন শাহ, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সবুজ আহমেদ,২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাইফ, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রাহিদুল এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রাহাত।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান ’সঙ্গীত বিভাগের জুনিয়র ব্যাচদের আচরণ নিয়ে প্রশ্ন তুলে বিভাগের সিনিয়র আলামিন শাহ ভাই ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। আমি সেখানে কমেন্ট করে বলি যে এটি যেহেতু বিভাগের অভ্যন্তরীণ বিষয় তাই বিভাগের গ্রুপে পোস্ট দিলে ভালো হত। এরপর তিনি আমাকে ফোন দিয়ে তার সাথে দেখা করতে বলেন।পরদিন আমার পরীক্ষা থাকায় দেখা করতে দেরি হওয়ায় কয়েকজন মিলে আমার রুমে এসে সহপাঠীদের বের করে দিয়ে আমাকে মারধর করেন।’
অভিযোগে তিলেশ্বর লেখেন, ‘গত ২৩-০৮-২০২৩ তারিখ রাত সাড়ে দশটায় বঙ্গবন্ধু হলের আমার নিজ কক্ষ-৪১৭-তে আমার নিজ বিভাগের কয়েকজন অগ্রজ অনুপ্রবেশ করে। আমার সহপাঠীদের বের করে দিয়ে কক্ষে কয়েকজন জুনিয়র ছোটভাইদের সামনে কক্ষের দরজা বন্ধ করে অকথ্য ভাষায় গালাগালি ও অতর্কিত হামলা করে, আমাকে অনেক মারধর করে এবং আমার ফোন কেড়ে নিয়ে অনেক ডকুমেন্টস মুছে দেয়।’
অভিযুক্ত আলামিন শাহ এর আগেও বিভাগের একাধিক শিক্ষার্থীকে মারধর এবং বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করেছেন বলে অভিযোগ উঠেছে।
আলামিনের মারধরের শিকার ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভবেষ রায় বলেন ‘একদিন আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম সেই সময় আল-আমিন ভাই আমাকে ডেকেছিল কিন্তু আমি তা শুনতে পাইনি। এই ভুলের জন্য তিনি আমাকে ডেকে নিয়ে মারধর করেন এবং ক্যাম্পাসে থাকতে দিবেন না এমন হুমকি দেন।’
অভিযুক্ত আল আমিন শাহ বলেন, ‘তিলেশ্বর আমার এলাকার ছোট ভাই। আমি তাকে একটু শাসন করেছি৷ এই ঘটনার জন্য আমি অনুতপ্ত। আমি আমার ভুল স্বীকার করছি।’
বাকি অভিযুক্তদের ফোন দিলে তাদের প্রত্যেকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জাহিদুল কবীর বলেন ‘ঘটনাটি আমরা জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত আছেন সেই যথাযথ কর্তৃপক্ষকে বিভাগ থেকে অবহিত করা হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।