Bangal Press
ঢাকাWednesday , 16 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

৫ হাজার জনকে আসামি করে মামলা

Link Copied!

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে নেয়াকে কেন্দ্র করে চলা বিক্ষোভের ঘটনায় শাহবাগ থানায় জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) বিকেলে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।
পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, সোমবার রাতে জামায়াতে ইসলামীর যেসব নেতাকর্মী তাণ্ডব চালিয়েছিল তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। মামলার বিষয়ে বিস্তারিত তথ্য ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ থেকে দেয়া হবে।
এদিকে শাহবাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। সরকারি কাজে বাধা, মারধর, গাড়িতে আগুন দেয়ার অভিযোগ আনা হয়েছে মামলায়। মামলায় জামায়েত-শিবিরের কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
গত সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী।



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।