Bangal Press
ঢাকাFriday , 25 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ফের নির্বাচন করবেন হিরো আলম তবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নয়

Link Copied!

বগুড়া ৪ ও ৬ এবং ঢাকা-১৭ আসনে উপনির্বাচন করে সবার নজর কেড়েছেন আলোচিত-সমালিচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সম্প্রতি রাজনীতির মাঠে সরব থাকতে দেখা যায় তাকে। 
জয়ী হতে না পারলেও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নেবেন তিনি। তবে এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন না। কোনো একটি দলের পক্ষ থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর।
বিষয়টি নিয়ে জানতে চাইলে গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘এবার কোনো একটা দল থেকে নির্বাচন করবো, তবে কোন দল থেকে করবো তা এখনই বলতে চাচ্ছি না। আমার কাছে কয়েকটি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ নতুন কয়েকটি দলে যোগ দেয়ার অফার আছে।’
স্বতন্ত্র থেকে হঠাৎ দলীয় প্রার্থী হতে চাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, স্বতন্ত্র থেকে ভোটে দাঁড়ায় বলে প্রতিবার আমাকে হয়রানি করে। প্রতিবার কোর্টে গিয়ে প্রার্থীতা ফিরে পাওয়া লাগে। এইসব ঝামেলা যাতে না হয় সেই জন্যেই দলের হয়ে ভোট করবো।’ 



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।