মোঃ আবদুল্লাহ-আল-অনিক, বাগাতিপাড়া (নাটোর) থেকে: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রাজ্জাক। রোববার দুপুরে তার সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ সোহানুর রহমান বলেন, গত কয়েকদিন থেকে তিনি অসুস্থতা বোধ করছিলেন। পরে রোববার সকালে হাসপাতালেই তাঁর ডেঙ্গু পরীক্ষা করা হয়। তারপর তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। তিনি হাসপাতালেই আলাদা কক্ষে থেকে চিকিৎসা গ্রহণ করছেন। পরিস্থিতি বুঝে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক গণমাধ্যম কর্মীদের মাধ্যমে তাঁর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
শাকিল/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।