সুনামগঞ্জের তাহিরপুরের মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পরে নৌকা ডুবে দুজন নিখোঁজ রয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টা সময় মাটিয়ান হাওর দুর্ঘটনাটি ঘটে। তারা হল,উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চিলাইন তাহিরপুর গ্রামের মৃত মছরফ আলীর ছেলে মোঃ শাহ আলম(৫০) ও একেই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবুল ফয়েজ (৪৮)।
নিখোঁজ শাহ আলমের চাচাত ভাই চিলাইন তাহিরপুর গ্রামের আব্দুল হালিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান,শাহ আলমের বড় ছেলে আকাশ মিয়া(১৫)কে ঢাকা পাঠানোর জন্য তাহিরপুর দুপুরে আসে শাহ আলম ও আবুল ফয়েজ। পরে ছেলেকে সুনামগঞ্জের গাড়িতে তুলে দিয়ে তারা দুজন বিকেলে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের টাংগুয়ার হাওর পাড়ের চিলাইন তাহিরপুর গ্রামের বাড়িতে মাটিয়ান হাওর পাড়ি দিয়ে যাওয়ার উদ্দেশ্য নিজেদের ইঞ্জিন চালিত ছোট নৌকা নিয়ে রওনা হয়। পথিমধ্যে মাটিয়ান হাওরের মধ্যে আসা মাত্র ঝড়ের কবলে পরে নৌকাসহ তারা দুজন নিখোঁজ রয়েছে। তাদের পাশাপাশি আরও দুটি নৌকা ছিল তারা এই ঝড়ের সময় নিজেদের নিরাপদ আশ্রয় নিয়েছে। পরে তাদের কাছ থেকে জেনে কয়েকটি নৌকা নিয়ে হাওরে তল্লাশি করলেও নৌকা ও তাদের দুজনকে পাইনি। রাত ১০ টা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাইনি।
এই ঘটনায় নিখোঁজের পরিবারে শোকের মাতম চলছে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেনকে এই বিষয়ে জানতে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, এমনি খবর পেয়েছি। আবহাওয়া খুবেই খারাপ তারপরও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।
শাকিল/সাএ