আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কঠোর হুশিয়ারী দিয়েছেন পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। রবিবার (২৭ আগস্ট) দুপুর ২টায় বরিশাল পুলিশ লাইনস ড্রিল শেডে সাংবাদিকদের সঙ্গে মতিবিনিময় সভায় তিনি একথা বলেন।
আইজিপি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা পুলিশের রয়েছে। কারণ, শত বছরের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পুলিশের নির্বাচনি দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেউ আহত হলে পৃথিবীর সর্বাধুনিক চিকিৎসা দেওয়া হবে। একইসঙ্গে পুলিশের ওপর আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের হাত থেকে রক্ষা করতে সবধরনের কাজ করছে পুলিশ। পুলিশ জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এসময় আইজিপি বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পুলিশের জনবল, লজিস্টিকস ও প্রযুক্তিগত সক্ষমতা বেড়েছে। পুলিশের প্রশিক্ষণ রয়েছে।
তিনি বলেন, নির্বাচনকালে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করে থাকে। আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন বাংলাদেশ পুলিশকে যে দায়িত্ব দেবে, পুলিশ সে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম প্রমুখ। সভা শেষে পুলিশ লাইনস চত্বরে একটি ক্রিসমাস বৃক্ষ রোপণ করেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আশরাফুল/সা.এ.