ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এনামুল শেখ রাতুল (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাতুল ফরিদপুর মুসলিম কলেজের বিএম শাখার এইচএসসি পরীক্ষার্থী ছিলো। রবিবার (২৭ আগস্ট) এইচএসসি পরীক্ষা দিয়ে বাবার দোকানে তার বাবাকে সাহায্য করতে যায় রাতুল। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাতুল উপজেলার রঘুনন্দনপুর এলাকার মাজেদ শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতুল ফরিদপুর মুসলিম মিশন কলেজের বিএমটি শাখা থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। আজ তার প্রথম পরীক্ষা ছিলো। পরীক্ষা শেষে বাড়ি আসার পর রাতুলের বাবা ছেলেকে রাজবাড়ী রাস্তার মোড়ে নিজেদের দোকানে রেখে তিনি গরুর ঘাস কাটতে যান। রাতুল দোকানে থাকা অবস্থায় বিকাল চারটার দিকে ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ্ আল মামুন বলেন, রাতুল অত্যন্ত শান্তশিষ্ট ও ভদ্র একটি ছেলে ছিলো। তার এমন অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি আরও বলেন, রাতুল আজ এইচএসসি পরীক্ষা দিয়ে তার বাবার দোকানে বাবাকে সাহায্য করতে গিয়েছিলো এবং সেখানে ফ্রিজের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
শাকিল/সাএ