Bangal Press
ঢাকাMonday , 28 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

সংসদ নির্বাচনের আগেই ভোটার তালিকায় থাকা ত্রুটি-বিচ্যুতি সংশোধন

Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ভুল ভোটার তালিকা ব্যবহার করার লক্ষ্যে ভোটার তালিকায় বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি সংশোধন করবে নির্বাচন কমিশন(ইসি)।এক্ষেত্রে যাচাই-বাছাই করে ০৫ সেপ্টেম্বর  মধ্যে অঞ্চলভিত্তিক প্রতিবেদন নির্বাচন কমিশনে প্রেরণ করতে নির্দেশনা প্রদান করছে ভোট আয়োজনকারী এ সংস্থা। সম্প্রতি জারিকৃত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। 
নির্ভুল ভোটার তালিকা বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো.আলমগীর বলেন, কারণ ত্রুটি থাকতে পারে। বাবার নামে আকারে ভুল, আবার মায়ের নামে হ পড়ে নাই, এমন হতে পারে। এই সমস্ত আবেদন যেগুলো আছে, অর্থাৎ নিজ উদ্যোগে নয়, যেগুলো আবেদন আছে যে ঠিকানা পরিবর্ত, জন্ম তারিখ সংশোধন, পোস্ট কোড ভুল ইত্যাদি আবেদন ঠিক করে দেওয়ার জন্য বলা হয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন,প্রতিদিন ভোটার হচ্ছে। এভাবে চলতে থাকবে। যখন তফসিল দেবো আমরা ঘোষণা দেবো যে এই তারিখের পরে যারা ভোটার হবে তারা এই নির্বাচনে ভোট দিতে পারবেন না।
রোহিঙ্গা ভোটার হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,রোহিঙ্গা ভোটার হওয়ার বিষয়ে আমাদের কাছে কোনো সুযোগ নাই। কারণ কয়েক ধাপে ওখানে আবেদন যাচাই করা হয়। তবে এখন শুনছি যে কোনো কোনো রোহিঙ্গা অন্য এলাকায় চলে গিয়ে ভোটার হওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে আমাদের সতর্কতা জারি করা হয়েছে, যে আপনারা বিষয়টি দেখবেন।
চিঠিতে যা বলা হয়েছে,উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ভুল ভোটার তালিকা ব্যবহারের লক্ষ্যে ভোটার তালিকায় বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি সংশোধন করা প্রয়োজন। মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনার প্রেক্ষিতে সারাদেশে ভোটার তালিকা জেনারেট করে উপজেলা/থানা নির্বাচন অফিসে job Id প্রেরণ করা হয়েছে।
ভোটার তালিকা ডাউনলোড করে ভোটার এলাকার সীমানা গেজেট অনুযায়ী ভোটার এলাকার নাম ও নম্বর, একই তালিকায় জেলার নাম উপজেরা/ থানার নাম, পৌরসভা/ইউনিয়নের নাম, ওয়ার্ড নম্বর, পুরুষ-মহিলা সংমিশ্রণ এবং তালিকায় ক্রমিক নম্বর ইত্যাদি বিষয় যাচাইয়ের জন্য যথাযথ কর্তৃপক্ষ সদয় অনুমোদন প্রদান করেছেন।
এমতাবস্থায়, বর্ণিত বিষয়াদি যাচাইয়ারে ০৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে অঞ্চলভিত্তিক প্রতিবেদন (সফটকপি ও হার্ডকপি) নির্বাচন সহায়তা-২ শাখায় প্রেরণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে।



বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।