Bangal Press
ঢাকাMonday , 28 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ফেনী জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উদ্দেশ্যে জেলা তথ্য অফিস ফেনীর উদ্যোগে সোমবার (২৮ আগস্ট) একটি আলোচনা সভা আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার জনাব এস.এম.আল-আমিন। বক্তব্য রাখেন বিশেষ অতিথী বীর মুক্তিযোদ্ধা জনাব আবু তাহের।
বক্তব্যে বাংলাদেশ ইতিহাস রচনায় জাতির পিতার অবদান, দেশ পুনর্গঠনে তাঁর ভূমিকা এবং মুক্তিযোদ্ধাদের ভূমিকা তুলে ধরেন।আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
তথ্য অফিসার এস এম ফয়সাল আমিন জানান, ফেনীতে যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় বঙ্গবন্ধুর সমন্ধে তথ্য জানার সুযোগ রয়েছে। আমরা পুরো শহরে প্রচারনা করেছি,পোস্টার লাগিয়েছি।আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছি।
বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার কামরুল হাসান নিরব। তিনি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে বর্তমানে অনেকেই করচেন দুর্নীতি, অপশাসন, বিরোধী রাজনীতি দমনের মত ইতিহাস। অথচ বঙ্গবন্ধুর দর্শন ছিল ঐক্যবদ্ধ রাজনীতি। যাহ আমরা পারচি না”



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।