গাজীপুর থেকে সাত মাসের শিশু রিয়াদ হোসেন রোহানকে অপহরণের ১০ ঘন্টার মধ্যে উদ্ধার করে পুলিশ, এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়। সোমবার (২৮ আগস্ট) দুপুরে গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো: শামছুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, রবিবার বেলা দুপুরে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার বাঙ্গালগাছ এলাকার হাবিবা আক্তার ৯৯৯ কলের মাধ্যমে পুলিশ কে জানায় যে, তার শিশু সন্তান রিয়াদ হোসেন রোহান কে বা কাহারা তার নিজ বাড়ী হতে অপহরণ করে নিয়ে গেছে।
এমন সংবাদ পাওয়ার পরপরই সহকারী পুলিশ কমিশনার জনাব ফাহিম আসজাদের নেতৃত্বে সদর থানার কয়েকটি টিম ঘটনাস্থলে গিয়ে অপহরণকৃত শিশুকে বগুড়া থেকে উদ্ধারে করে।
গ্রেফতারকৃত আসামিরা রিয়াদ হোসেন রোহানের মা হাবিবা আক্তারের স্বামীর আপন চাচাতো ভাইয়ের স্ত্রী জাকিয়া সুলতানা জান্নাত ও তার বোন রাকিবা আক্তার। এ বিষয়ে মামলা প্রক্রিয়া দিন।
সালাউদ্দিন/সাএ