Bangal Press
ঢাকাMonday , 28 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বিষটোপ দিয়ে মাছ শিকারের সময় আটক ৩, জরিমানা 

Link Copied!

বরগুনার পাথরঘাটায় পর্যটন কেন্দ্র হরিনঘাটায় বিষটোপ দিয়ে মাছ শিকারের সময় তিন কিশোরকে আটক করেছে বন বিভাগ। সোমবার (২৮ আগস্ট) বিকেলে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- চরলাঠিমারা গ্রামের ফরিদ শিকদারের ছেলে মো. নয়ন (১৩), বেল্লাল হোসেনের ছেলে মো.বাইজিদ (১৩) ও শহীদ শিকদারের ছেলে মো.সাইফুল (১৪)।
বন বিভাগের বিট কর্মকর্তা আল-আমিন বলেন, হরিনঘাটা বনের মধ্যে খালে মাছ শিকারের জন্য বিষ দেয়। এ সময় হাতে নাতে এলাকাবাসি আটক করে বন বিভাগকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, এর আগেও এ বনের খালে বিষ দিয়ে মাছ মাছ শিকার করে। এ বিষে শুধু মাছ মারা যায় তা নয়, ওই খালের পানি পান করে হরিনসহ বন্যপ্রাণী মারা যায়। আটককৃতরা অপ্রাপ্ত বয়স্ক হওয়াতে তাদের শিশু আইনের আওতায় আনা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, দুই হাজার টাকা করে তিনজনকে মৎস্য প্রানি সংরক্ষণ আইনে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে পরিবেশকর্মী শফিকুল ইসলাম খোকন বলেন, প্রায়ই বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। খালে বিষ দিয়ে শুধু মাছ শিকারই করছে না, এ পানি পান করার সময় হরিণসহ বন্যপ্রাণী নিধন হচ্ছে। এরকম চলতে থাকলে একটা সময় শুধু বন্য প্রাণী বিলুপ্ত হবে না, বন ও পরিবেশ ধংস হয়ে যাবে। 
তিনি আরও বলেন, বন, বন্য প্রাণী সহ পরিবেশ সুরক্ষায় বন বিভাগের লোকবল বৃদ্ধি করার দাবি জানান তিনি।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।