এক একটা গাছ এক একটা অক্সিজেন ফ্যাক্টরি। আমরা না জেনে না বুঝে যে ভাবে নির্বিচারে গাছ কেটে ফেলছি এর ফলে আমাদের অনা বৃষ্টি (খরা) কবলে পরেছি। যে হারে গাছ কাটা হচ্ছে এতে ফরিদপুর মরু করেনের দিকে যাচ্ছি। ফরিদপুরের ভাঙ্গায় বৃক্ষ রোপনের উদ্ধোধন করে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ এই সব মন্তব্য করেন।
সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার সময় উপজেলার ঘারুয়া ইউনিয়নের পাইকদিয়া এলাকায় বৃক্ষ রোপনের উদ্ধোধন করেন।
এর আগে সকাল সাড়ে ১১ টার সময় জেলা কোর কমিটির সঙ্গে উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময় সভায় ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আজিম উদ্দিনের সভাপতিত্বে ও ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান সঞ্চালনায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কামরুল আহসান তালুকদার পিএএ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান, এন এস আই সংস্থার যুগ্ন পরিচালক মোঃ মজিবুর রহমান, র্যাবের এএসপি, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মাহবুবুর রহমান,ভাঙ্গা উপজেলা আ’লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, পৌর প্যানেল মেয়র শেখ আইয়ুব আলী, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হায়দার হোসেন, মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আহমদ মাসরুর, ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মনসুর মুন্সী, অন্যান্য চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা, রেজাউল মাতুব্বর, সোহাগ মিয়া, ম ম সিদ্দিক মিয়া, শহিদুল ইসলাম বাচ্চু, অলিউর রহমান, সাবেক চেয়ারম্যান মোতালেব মাতুব্বর সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও উপজেলার কাবিন রেজিস্টার ও ইমামগণ।
পরবর্তীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবকদের সঙ্গে মত বিনিময় সভায় যোগ দেন। এর পরে উপজেলার ঘারুয়া ইউনিয়ন পরিষদে পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজিত অনুষ্ঠান যোগদান করেন। পরবর্তীতে পাইকদিয়া রশিবপুরা সড়কে বৃক্ষ রোপনের উদ্ধোধন করেন।
এই বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ বলেন বিভাগীয় কমিশনার স্যারের নির্দেশে ফরিদপুর জেলায় ৮ হাজার বৃক্ষ রোপন করা করে যার শুভ উদ্ধোধন আজকে হলো। আজকে সারাদিন আমরা একাধিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। আজ আমার জনপ্রতিনিধিদের সঙ্গে কোর কমিটির আলোচনার সভা করেছি। আমরা কোর কমিটির মত বিনিময় সভা করেছি। সভায় আমরা জনপ্রতিনিধিদের অনুরোধ করেছি যেন কাইজ্যা দাঙ্গা হাঙ্গামা না হয় প্রকাশ্যে আর যেন মারামারি না হয়। যারা প্রকাশ্যে মারামারি করবে তাদের কে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে।
এছারাও আপনারা জানেন সামনেই জাতীয় নির্বাচন এই নির্বাচন কে কেন্দ্র করে যাতে কোন ধরনের সহিংসতা না ঘটে তার জন্য এই কোর কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করছি ভাঙ্গা কে একটি মডেল ও মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে পরবো।
বৃক্ষ রোপন কর্মসূচীর বিষয়ে ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমেদ মুন্সী বলেন, ইউনিয়ন পরিষদের অর্থয়ানে এক হাজার বৃক্ষ রোপন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। আজকে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ স্যার শুভ উদ্ধোধন করলেন। আমরা নারিকেল, সুপারী, আম, বকুল ও কৃষ্ণচূড়া গাছ রোপন করছি।
সালাউদ্দিন/সাএ