সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিষয়ে মন্তব্য করে আলোচনায় থাকেন জায়েদ খান। কখনো চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে কথা বলেন, কখনো নারী ভক্তদের, আবার কখনো বেসুরো গলায় গান গেয়ে চর্চায় থাকেন। এসব নিয়ে মাঝে মধ্যে শিরোনামেও জায়গা নিয়ে থাকেন এ অভিনেতা।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাবেক এই সাধারণ সম্পাদক যেকোনো ইস্যুতে আলোচনায় থাকলেও সিনেমার ব্যাপারটা যেন আড়ালে থেকে যায়। সবশেষ তার অভিনীত সিনেমা কবে মুক্তি পেয়েছে—সেটা মনে আছে আপনার? ২০১৭ সালের ১৫ ডিসেম্বর, অর্থাৎ প্রায় ছয় বছর আগে তার অভিনীত ‘অন্তর জ্বালা’ সিনেমা মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে চিত্রনায়িকা ছিলেন পরীমণি। কিন্তু এরপর আর জায়েদ খান অভিনীত কোনো সিনেমা আশার আলো দেখেনি।
দীর্ঘদিন কোনো সিনেমা মুক্তি না পেলেও প্রায়ই বিভিন্ন মন্তব্য করে চর্চায় থাকেন এই চিত্রনায়ক। অথচ তিনি ‘চিত্রনায়ক’। আর একজন নায়কের তার কাজ নিয়েই আলোচনায় থাকা উচিত বলে মন্তব্য নেটিজেনদের। এ অভিনেতার প্রতি এখন সোশ্যাল মিডিয়ায় বিরক্ত প্রকাশ করেন নেটিজেনদের একাংশ। কিছুদিন আগেই তাকে লিগ্যাল নোটিশও পাঠিয়েছেন এক আইনজীবী। সোশ্যালে নেটিজেনদের একাংশ আরও বলছেন, হাস্যকর কথাবার্তা বলে আলোচনায় থাকার চেষ্টা করেন ‘বেকার’ জায়েদ খান।
সম্প্রতি এ ব্যাপারে কথাও বলেছেন তিনি। কিছুদিন আগেই তাকে প্রশ্ন করা হয়, হাতে সিনেমা না থাকার পরও কীভাবে এত আলোচনায় থাকেন? জবাবে জায়েদ খান বলেন, আমার সিনেমা নেই, আপনাকে কে বলেছে এই কথা? ‘সোনার চর’ সিনেমাটি কি আপনি করছেন? এটা ঠিক, অনেক দিন হয় আমার সিনেমা মুক্তি পাচ্ছে না। ইতোমধ্যে ‘বাহাদুরী’ সিনেমার কাজ শেষ করেছি। আর ‘সোনার চর’ এর ডাবিং শেষ হয়েছে। সামনেই মুক্তি পাবে সেগুলো।
আশরাফুল/সা.এ.