বগুড়ার শেরপুরে একের পর এক খুন, চুরি, ছিনতাই বেড়েই চলছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১২ টায় ঝাজর গ্রামে পরিত্যক্ত ঘরের ভেতর থেকে আফাসার উদ্দিন লিটন (৩৪) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।সে খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত জরুল ইসলাম খোকার ছেলে।
স্ত্রী চায়না খাতুন ও শাশুড়ি মেহেরুন্নেসা জানান, সকাল দশটার দিকে শামীম ফোন করে জানান তার জ্যাঠাতো ভাই শামীম হোসেন তাদেরকে ফোন দিয়ে জানায় আফাসার উদ্দিন লিটনকে কে যেন গলা কেটে হত্যা করে ঘরের ভিতর রেখে গেছে। স্ত্রী চায়না খাতুন আরোও জানান, আমার ধারণা নেশা করা বা খাওয়ার সময় তাদের সহযোগীদের সঙ্গে দ্বন্দ্ব হওয়াতে এ ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান, লাশ উদ্ধার করা হয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
এমআর/বা.স.
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।