Bangal Press
ঢাকাTuesday , 29 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

খাদ্যবান্ধব কর্মসূচির ৬০ কেজির পরিবর্তে ৫০ কেজি চাল বিতরণ

Link Copied!

ভোলার চরফ্যাসনে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে কয়েকজন ডিলারের বিরুদ্ধে। একসঙ্গে দুই কিস্তির চাল বিতরণে সুবিধাভোগী ভোক্তাদের মধ্যে ৯০০ টাকায় ৬০ কেজি চাল দেওয়ার কথা। তবে ভোক্তাদের ভাষ্য, ডিলাররা ১০০ টাকা বাড়িয়ে নিচ্ছেন ১ হাজার টাকা এবং ৫ কেজি চাল কমিয়ে দিচ্ছেন ৫৫ কেজি।
বৃহস্পতিবার চাল বিতরণের সময় এমন চিত্র দেখা গেছে। তবে ডিলারদের দাবি, খাদ্য অফিস ও খাদ্যগুদাম কর্মকর্তাদের কারসাজিতে সঠিক পরিমাপে চাল পান না তারা।
জানা যায়, চরফ্যাসন উপজেলায় ২১টি ইউনিয়নে ৫১ জন ডিলার রয়েছেন। প্রায় ২৪ হাজার ৯১ জন সুবিধাভোগী ভোক্তার জন্য ১৪ টন ৫০৪ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। গত ১৬ আগস্ট থেকে ২২ আগস্টের মধ্যে এসব চাল বিতরণের জন্য ছাড়পত্র দেয় উপজেলা খাদ্য অফিস। গত বৃহস্পতিবার থেকে প্রতি ইউনিয়নে একত্রে দুই কিস্তির চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভোক্তা জানান, ৯০০ টাকার পরিবর্তে ডিলাররা নেন ১ হাজার টাকা। এভাবেই ডিলাররা সুবিধাভোগীর কাছ থেকে অতিরিক্ত ৫০ থেকে ১০০ টাকা করে হাতিয়ে নিচ্ছেন। প্রত্যেক ভোক্তার ২ কিস্তিতে ৬০ কেজি চাল ৫৫ কেজি দিচ্ছে। চাল কম দেওয়ার প্রতিবাদ করলে কার্ড বাতিলের হুমকি দেন ডিলাররা।
একাধিক ডিলার দাবি করেন, খাদ্যগুদাম থেকে চাল বস্তাপ্রতি থেকে ৫ কেজি কম হওয়ায় বিতরণকালে সমস্যায় পড়ছেন তারা।
অতিরিক্ত ১০০ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ডিলার এমরান হোসেন, জামাল উদ্দিন ও রিয়াদ বিশ্বাস। তাদের দাবি, ভোক্তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেননি তারা।
তবে চাল বিতরণকালে পরিবহন খাদে বরাদ্দ না থাকায় কিছু ডিলার ভোক্তাদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা করে আদায় করেছেন বলে শুনেছেন তারা।
শশীভূষণ খাদ্যগুদাম কর্মকর্তা সাহাদাত হোসেন জানান, খাদ্যগুদাম থেকে ডিলারদের ৩০ কেজির বস্তা দেওয়া হয়। সঠিক পরিমাপ করা বস্তা ডিলারদের মধ্যে বিতরণ করা হয়। গুদাম থেকে চাল ওজনে কম হওয়ার প্রশ্নই ওঠে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক জানান, নানা অভিযোগের ভিত্তিতে ডিলার ও খাদ্যগুদাম কর্মকর্তাদের সভা করা হয়েছে। কোনো ডিলার অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



এমআর/বা.স.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।