আর মাত্র একদিন পরেই অভিনেত্রী শ্রীলেখার জন্মদিন। প্রতি বছর এই দিনটি পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে পালন করেন তিনি। একদিন আগে থেকেই শুরু হয় তোড়জোড়। কিন্তু এ বছর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। মেয়ে ঐশি বিছানায়, অভিনেত্রীও খুব অসুস্থ। অসহ্য মাথা যন্ত্রণা-জ্বর জ্বর ভাব। মেয়েরও তেমনই অবস্থা
কিছু দিন আগেই তার মেয়ের ডেঙ্গু ধরা পড়েছিল। শ্রীলেখারও কি ডেঙ্গু হয়েছে? এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, খুব মাথা যন্ত্রণা। কিছুক্ষণ পরেই ডেঙ্গু পরীক্ষা করতে আসবে। একদম ভাল লাগছে না। কথা বলতেও ইচ্ছা করছে না।
জন্মদিনের আগেই এমন অসুস্থতা। অভিনেত্রী বলেন, বাড়িতেই থাকব জন্মদিনে। উদযাপনের কোনো পরিকল্পনা নেই। শরীরটা সুস্থ হওয়া প্রয়োজন।
শেষ কয়েক বছরে কাজের সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। মন দিয়েছেন পরিচালনায়। তার পরিচালিত স্বল্প দৈর্ঘ্য ছবি ‘এবং ছাদ’ বিভিন্ন মহলে প্রশংসিতও হয়েছে। সম্প্রতি তার হিন্দি সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। সূত্র: আনন্দবাজার।
সালাউদ্দিন/সাএ