Bangal Press
ঢাকাTuesday , 29 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

নৌকার মাঝি হতে চান চিত্রনায়ক শাকিল

Link Copied!

বাগেরহাট-৩ আসনে (রামপাল মংলা) নৌকার প্রার্থী হতে চান অভিনেতা শাকিল খানসহ ৪ জন। সোমবার (২৮ আগস্ট) বিকেলে মোংলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় তারা এ আগ্রহ প্রকাশ করেন।
মোংলা উপজেলা কৃষক লীগের সভাপতি শাজাহান সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, বাগেরহাট জেলা পরিষদের সদস্য (মোংলা) আব্দুল জলিল শিকদার, রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু সাঈদ, মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আবু হানিফ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহসভাপতি চিত্রনায়ক শাকিল খানসহ উপস্থিত ছিলেন কয়েক হাজার দলীয় নেতাকর্মীরা। 
এ সময় এই শোকসভা ও আলোচনা সভা ছাপিয়ে নির্বাচনী বিশাল জনসভায় রূপ নেই। এই আসনে নতুন প্রার্থী দিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন সম্ভাব্য এই ৪ প্রার্থী। তারা আশা করেন তাদের চারজনের মধ্যে একজনকে দিলে নৌকা জয় লাভ করবে। 
বর্তমান বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য রয়েছে বেগম হাবিবুন নাহার তালুকদার। 
কৃষক লীগের আয়োজনে মোংলা শ্রমিক সংঘের মাঠে এই শোকসভার আয়োজন করা হয়। কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সব শহীদের রুহের মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে খাবার পরিবেশন করা হয়।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।