লালমনিরহাটের কালীগঞ্জে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি “নেসকোর” নির্বাহী প্রকৌশলী রকি চন্দ্র দাস হুমকিসহ অফিসের কয়েকজন কর্মকর্তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে কালীগঞ্জ উপজেলা শহরে অবস্থিত নেসকো অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ তুলেন ঐ অফিসের নির্বাহী প্রকৌশলী রকি চন্দ্র দাস। এ সময় হামলাকারীরা ওই অফিসের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে চড় ও কিল-ঘুষি মারেন এবং নির্বাহী প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। প্রাণনাশের হুমকি পাওয়ার পর নির্বাহী প্রকৌশলী রকি চন্দ্র দাস উপজেলা শহর ছেড়ে এখন নিরাপদ জায়গায় অবস্থান করছেন।
টেলিফোনে কালীগঞ্জ উপজেলা নেসকোর নির্বাহী প্রকৌশলী রকি চন্দর দাস সাংবাদিকদের বলেন, ‘দুপুরে ১০-১২ জন যুবক নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী পরিচয় দিয়ে আমার অফিসে এসে হট্টগোল শুরু করে। অফিসের স্টাফরা বাধা দিলে তারা আরও ক্ষুব্ধ হয়ে অফিসে ভাঙচুর চালায় ও স্টাফদের মারধর করে।’ ‘হামলাকারীরা আমাকে বলে যে আমি কেন সমাজকল্যাণ মন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান আহমেদের ডাকে সাড়া দেইনি। এতে আমি নাকি অপরাধ করেছি। তাই তারা রাকিবুজ্জামানের নির্দেশে আমার অফিসে এসেছে।
নির্বাহী প্রকৌশলী রকি চন্দ্র আরও বলেন, ‘হামলাকারীরা আমাকে মারধর করে, গালিগালাজ করে। আমি নাকি জামায়াত-শিবির, আমি নাকি রাজাকার এমন কথাও বলে তারা। আমাকে প্রাণনাশের হুমকি দেওয়ায় আমি কালীগঞ্জ ছেড়ে নিরাপদ আশ্রয়ে এসেছি। আমাদের কাছে ঘটনার সিসিটিভি ফুটেজ আছে। সবকিছু আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ জানান, আমি হামলার ঘটনার বিষয়ে কিছুই জানি না। হামলাকারীরা যদি আমার নাম ব্যবহার করে তাহলে এটা দুঃখজনক। ঘটনার দায়ভার হামলাকারীদেরই নিতে হবে। সামনে নির্বাচন। তাই কেউ আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে আমার নাম ভাঙিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। আমিও বিষয়টি খতিয়ে দেখছি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নেসকো রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, আমরা বিষয়টি সমাজকল্যাণ মন্ত্রীকে জানিয়েছি। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, নেসকো অফিসে হামলা হয়েছে শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।
শাকিল/সাএ