মৌলভীবাজার জেলার জুড়ীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার এমএ মুমীত আসুক চত্বরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে ও সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী।
অভিযানে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুযায়ী আটটি যানবাহনকে ৪ হাজার ৯ শ টাকা জরিমানা ও ৪ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের পরিদর্শক রিয়াজুল ইসলাম ও জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করেন।
শাকিল/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।