Bangal Press
ঢাকাTuesday , 29 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া কাপের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

Link Copied!

আর মাত্র একদিন বাকি। এরপরই এশিয়া কাপ মিশনে স্বাগতিক শ্রীলঙ্কার মোকাবিলায় মাঠে নামবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে তার আগেই দুঃসংবাদ টাইগার শিবিরে।
অসুস্থতার কারণে দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি লিটন দাস। জ্বর থেকে সেরে না ওঠায় মঙ্গলবারও (২৯ আগস্ট) বিমান ধরা হচ্ছে না টাইগার এ উইকেটরক্ষকের। যার কারণে প্রথম ম্যাচে তাকে পাচ্ছে না দল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
নির্বাচক হাবিবুল বাশার এই বিষয়ে জানিয়েছেন, লিটনকে ছাড়াই এশিয়া কাপ শুরু করতে হচ্ছে বাংলাদেশকে, ‘সুস্থ হলে আজ তার যাওয়ার কথা ছিল, কিন্তু আজ সে যেতে পারেনি। আমরা তার আপডেটের অপেক্ষা করছি। সুস্থ হলেই যেন দ্রুত যেতে পারে। তবে নিশ্চিতভাবেই প্রথম ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।’
দল শ্রীলঙ্কায় পৌঁছানোর দুই দিন পার হলেও এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হতে পারেননি লিটন। মঙ্গলবার লিটনের আরেকটি স্বাস্থ্য পরীক্ষা করেছে বিসিবির মেডিকেল বিভাগ। এই পরীক্ষার রিপোর্টের ওপর নির্ভর করছে বুধবার তিনি দলের সঙ্গে যোগ দিতে বিমান ধরতে পারবেন কিনা।
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস অবশ্য জানিয়েছেন, সুস্থ হয়ে উঠলেই লিটনকে শ্রীলঙ্কায় নেয়ার চেষ্টা করা হবে। জালাল বলেন, ‘লিটন সুস্থ হলে সে যাবে, আমরা অপেক্ষা করছি এই মুহূর্তে। যদি আজ সুস্থ হয়ে যায় তাহলে কালকের মধ্যে ওকে শ্রীলঙ্কা (কলম্বো) নিয়ে যাওয়ার চেষ্টা করব। সে তো আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, নির্ভরযোগ্য ওপেনার।’
তবে এটা একপ্রকার নিশ্চিত বলা চলে বুধবার বিমান ধরলেও লিটন খেলতে পারবেন না এশিয়া কাপের প্রথম ম্যাচ। মূলত দলের সঙ্গে যোগ দিয়ে পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিতেই শ্রীলঙ্কায় যাবেন তিনি।
বুধবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে এশিয়া কাপ। পাকিস্তানের মুলতানে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে নেপাল ও স্বাগতিক পাকিস্তান। পরের দিন বৃহস্পতিবার (৩১ আগস্ট) একই সময়ে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টাইগারদের পরের ম্যাচ ৩ সেপ্টেম্বর পাকিস্তানের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে। 



বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।