Bangal Press
ঢাকাTuesday , 29 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

কম্পিটারের ভিতরে থেকে চার কেজি গাঁজা উদ্ধার

Link Copied!

নাটোরের বড়াইগ্রামে কম্পিউটারের ভিতর থেকে চার কেজি গাঁজা উদ্ধারের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজারের একটি রেস্টুরেন্টের সামনে থেকে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তজর রাজশাহী বিভাগীয় কার্যালয় এই গাঁজা উদ্ধার করে। উপ-পরিদর্শক মোসাদ্দেক হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যাক্তির নাম মোশারফ হোসেন (৪৬)। তিনি উপজেলার ভবানীপুর পাবনা পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
মামলা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতেৃত্বে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজারের একটি রেস্টুরেন্টের সামনে বিভিন্ন যান বাহনে তল্লাশী করা হয়। তল্লাশীকালে মোশারফ হোসেনের মোটরসাইকেল সাথে থাকা কম্পিটারের ভিতর থেকে পলিথিনে মোড়ানো চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মোটর সাইকেলটি জব্দ করা হয়।
উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন, মাকদ দ্রব্য নিয়ন্ত্রন আইনে উপ-পরিদর্শক মোসাদ্দেক হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যহত থাকবে। বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, এই বিষয়ে মামলা হয়েছে।  আসামিকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।